২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন। অথচ আশঙ্কাজনক তথ্য সামনে এসেছে ২০২৪ সালের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন!
সাধারণ শিক্ষা বোর্ডে প্রায় ২৭% শিক্ষার্থী ফরম পূরণ করেনি। মাদ্রাসা বোর্ডে ফরম পূরণ করেনি ৩৯%, কারিগরি শিক্ষা বোর্ডে তা ৪০% ছুঁয়েছে। এই পরিসংখ্যান শুধু সংখ্যার নয়, বরং জাতির ভবিষ্যৎ সংকুচিত হওয়ার একটি করুণ ইঙ্গিত।
এই পতনের মূল কারণ দারিদ্র্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয়হীনতা, ও জীবিকার সংকটে পড়া পরিবারগুলো তাদের সন্তানদের পড়াশোনা চালাতে ব্যর্থ হচ্ছে। অনেক শিক্ষার্থী এখন দিনমজুরি কিংবা ছোটখাটো কাজে যুক্ত হয়ে পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছে।
অর্থনৈতিক এই বিপর্যয়ের দায় বর্তমান অবৈধ ইউনূস শাহী সরকারের। তাদের অপদার্থতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ধসে পড়েছে। শিক্ষা খাতে বরাদ্দ কমেছে, উপবৃত্তি ও বিনামূল্যে বই বিতরণে অনিয়ম বেড়েছে।
একজন শিক্ষার্থীর স্কুলে না যাওয়া মানে শুধু তার ভবিষ্যৎ হারানো নয় এটি দেশের জন্য এক দীর্ঘমেয়াদী সামাজিক বিপর্যয়।